কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে নেশার টাকা না দেওয়ায় পিতার ছুরিকাঘাতে পুত্র সাব্বির হোসেন (১৯) গুরুত্বরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় নেশাখোর স্বামীর বিরুদ্ধে হোটেল শ্রমিক স্ত্রী ছালেহা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। গতকাল শনিবার সকালে উপজেলার গুরুবিশা গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে গুরুবিশা গ্রামের ফকির উদ্দিনের পুত্র বেল্লাল হোসেন (৪০) দীর্ঘদিন যাবত মাদকাসক্ত। তিনি করেনা কোন কাজকর্ম। স্ত্রী বগুড়ায় একটি হোটেলে কাজ করেন এবং ছেলে সাবিব্বর বগুড়া পুলিশ প্লাজার পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করেন। মা-ছেলে মিলে অনেক কষ্টে কন্যাকে বিয়ে দিয়েছেন। ছালেহা ও সাব্বিরের রোজগারে টাকায় বেল্লালের খাওয়া-পড়াসহ মাদক সেবন পর্যন্ত চলে। বেল্লাল নেশার টাকা না পেলেই গজব নেমে আসে স্ত্রী ছালেহা ও পুত্র সাব্বিরের উপর।
গতকাল স্বামীর নির্যাতনের শিকার হয়ে ও পিতার ছুরিকাঘাতে আহত হয়ে থানায় আসা মা-ছেলে এভাবেই বর্ণনা করলেন কাহালু থানা পুলিশের কাছে। শনিবার সকাল ৬ টার দিকে ছালেহা হোটেলে কাজের জন্য বের হলে, নেশার টাকার জন্য গুরুবিশা রাস্তার উপর ছালেহাকে মারপিট করে বেল্লাল। ছালেহা বাড়িতে ফিরে গেলে সেখানেও তাকে মারপিট শুরু করলে ছেলে তাকে বাঁধা দেন। এসময় ক্ষিপ্ত হয়ে একটি চাকু দিয়ে সাব্বিরের বুকে, হাতে ও গালে আঘাত করে বেল্লাল।
কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ হাসান জানান, এঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply