কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ শনিবার (১৪ জুলাই) ভোর ৫ টার দিকে বগুড়ার কাহালু উপজেলার পাগলাপীর এলাকা থেকে একটি বার্মিজ চাকুসহ মোঃ হাসান (১৯) নামের এক যুবককে গ্রেফতার করে টহলরত পুলিশ। হাসান উপজেলার বাথই পশ্চিমপাড়ার মোঃ মোয়াজ্জেমের পুত্র।
এঘটনায় পুলিশের এজাহারে উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন উল্লিখিত স্থানে পুলিশের চেকপোস্ট অতিক্রম করে হাসান সন্দেহ জনকভাবে দ্রæত যাওয়ার সময় তাকে আটক করা হয়। তারপর দেহ তল্লাশি করে তার কাছ থেকে পাওয়া যায় একটি বার্মিজ চাকু।
কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা জানান, এঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com