কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল বৃহস্পতিবার কাহালু উপজেলার জামগ্রাম মধ্যপাড়ায় নাবালিকা কন্যার বিয়ের আয়োজন করায় ভ্যাম্যমাণ আদালতের অভিযানে বাল্য বিয়ে বন্ধ করে কনের পিতার ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে জামগ্রাম মধ্যপাড়ার রবিউল ইসলাম তার অপ্রাপ্ত বয়সের কন্যার বিয়ের আয়োজন করে নিজ বাড়িতে। এই খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আবু মুসা সেখানে গিয়ে ভ্যাম্যমাণ আদালত পরিচালনা করেন। তাৎক্ষণিকভাবে বিয়ের আয়োজন বন্ধ করে ভ্রাম্যমাণ আদালতে কনের পিতা রবিউল ইসলামের ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তারপর ১৮ বছরের আগে কন্যার বিয়ে দিবেনা মর্মে মুছলেকা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জামগ্রাম ইউপি চেয়ারম্যান প্রভাষক মনোয়ার হোসেন খোকন উপস্থিত ছিলেন।
Leave a Reply