কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে ভ্যান চালকসহ দুজনের প্রাণ কেড়ে নিল একটি ঘাতক বাস। শুক্রবার (১১ এপ্রিল) সকাল নয়টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার নারহট্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার শিকড় গ্রামের মৃত ওছমানের ছেলে ভ্যান চালক নুর আলম (৫০) বিবিরপুকুর থেকে পাইকড় পাঞ্জাপাড়া গ্রামের আঃ রাজ্জাকের ছেলে মোফাজ্জল হোসেন (৩৬) কে নিয়ে বাড়ির দিকে আসছিলেন।
নারহট্ট ভেঁপড়া এলাকায় এসে ভ্যানটি বিকল হলে নওগাঁ থেকে ঢাকাগামী একটি বাস পিছন থেকে ধাক্কা দিয়ে ভ্যানটিকে প্রায় ১ কিলোমিটার দূরে টেনে নিয়ে গিয়ে ফেলে রেখে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান ভ্যান চালক নুর আলম।
এদিকে ভ্যানে থাকা মোফাজ্জলের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ভেঁপড়া এলাকায় পড়ে ছিল। ভেঁপড়া থেকে প্রায় ১ কিলোমিটার পুর্বদিকে কালিয়ার পুকুরের কাছে রাস্তায় পড়ে থাকা দুমড়ে-মুচড়ে যাওয়া ভ্যানেই জীবিত অবস্থায় ছিলেন মোফাজ্জল।খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল হাসপাতালে ভর্তি করার একঘন্টা পরেই সে মারা যান।
কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান এই দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, খবর তাৎক্ষণিককভাবে ঘটনাস্থলে পরির্দশন করা হয়েছে । তবে ঘাতক বাসটি এখনো চিহ্নিত করা যায়নি।
Leave a Reply