কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে ঢাকাগামী অজ্ঞাত যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৭ টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার বিবিরপুকুর মজিবর রহমান মুক্তারের চাতালের কাছে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন লোহাজাল গ্রামের মৃত ওয়াজেদ আলীর কন্যা রত্না বেগম (৩৫) ও মোঃ খোদা বক্সের পুত্র সৈকত আহমেদ টুনু (২২) জানা গেছে রতœা বেগম পিতার বাড়িতে ঈদের দাওয়াত খেয়ে স্বামীর বাড়ি গাবতলীতে যাওয়ার জন্য বাস উঠার জন্য দাঁড়িয়ে ছিল।
এসময় সৈকত আহমেদ টুনুর সাথে দেখা হলে দুজনে গল্প করা অবস্থায় ঢাকাগামী একটি বাস তাদেরকে ধাক্কা দিলে ছিটকে পড়ে গিয়ে দুজনেই মারা যান।
কাহালু থানার অফিসার ইনচার্জ এই তথ্য নিশ্চিত করে জানান, এই ঘটনায় এখনো কেউ মামলা করেনি।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com