কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম আসনে সতন্ত্র প্রার্থী ডাঃ জিয়াউল হক মোল্লার পক্ষে ভোটে নামার কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বিএনপির দলীয় দুজন ইউপি চেয়ারম্যানসহ মোট চারজনকে বহিস্কার করা হয়েছে। গত ১৯ ডিসেম্বর বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক এ্যাডঃ কে এম হুমায়ুন কবির সাক্ষরিত জেলা বিএনপির প্যাডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান। বহিস্কৃতরা হলেন কাহালু উপজেলা বিএনপির সদস্য ও কালাই ইউপি চেয়ারম্যান জোবায়দুল ইসলাম সবুজ, উপজেলা বিএনপির সদস্য ও দূর্গাপুর ইউপি চেয়ারম্যান শাহ মেহেদী হাসান রুঞ্জু,কাহালু সদর ইউনিয়ন বিএনপির সদস্য ও সাবেক ভিপি আব্দুল মান্নান, কাহালু পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (আলম)। বহিস্কৃত দুই ইউপি চেয়ারম্যান জানান, ডাঃ জিয়াউল হক মোল্লা একজন ভালো মানুষ তার পক্ষে এবার নির্বাচন করবো আমরা। জেলা বিএনপির দপ্তর সম্পাদক এ্যাডঃ কে এম হুমায়ুন কবির জানান, বিএনপি নির্বাচন বর্জন করে আন্দোলনে আছে। তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ডাঃ জিয়াউল হক মোল্লার পক্ষে ভোটে নামার কারণে তাদের নাম কেন্দ্রে পাঠানো হয়। কেন্দ্রীয় বিএনপি সিদ্ধান্ত দেও য়ার পর তাদেরকে বহিস্কার করা হয়েছে।
Leave a Reply