1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :

কাহালুতে বিএনপি নেতার পুকুরে যাবার রাস্তার জন্য সরকারি বরাদ্দ ২লাখ টাকা!

  • শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ৯৬

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রশিদের ব্যক্তিগত একটি পুকুরে যাবার রাস্তার জন্য সরকারি কাবিটা প্রকল্পের আওতায় ২ লাখ টাকা বরাদ্দ দেওয়ায় খুব্দ এলাকাবাসী।
সম্প্রতি মানুষের জায়গার উপর দিয়ে ওই রাস্তা নির্মাণ করতে গিয়ে বাঁধার মুখে পড়ে প্রকল্প কমিটির সভাপতি। বাঁধার মুখে পড়ে ক্ষুব্দ হয়ে সন্ত্রাসী কায়দায় বিএনপি নেতা আঃ রশিদ ও তাঁর সহযোগীরা উপর্যুপরি ছুরিকাঘাত করে জায়গার মালিকসহ দুজনকে গুরুত্বর যখম করে। এঘটনার পর ব্যপক সমালোচনা মুখে ওই প্রকল্পটি স্থগিত করার নির্দেশ দিয়েছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আঃ জব্বার।
জানা গেছে কাহালু-নন্দীগ্রাম আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য তাঁর পদ থেকে পদত্যাগ করবার পূর্বে অত্র উপজেলায় বিভিন্ন কাজের জন্য কাবিখা প্রকল্পের আওতায় ৫ টি প্রকল্পের জন্য প্রায় ৬৩.০৪৯ মেঃটন গম ও কাবিটা প্রকল্পের আওতায় ২৩ টি প্রকল্পের জন্য ৪৭ লাখ টাকা বরাদ্দ দেন। এছাড়াও টি আর প্রকল্পের আওতায় ৫৯ টি প্রকল্পের জন্য ৪১ লাখ ১৯ হাজার ৬৩৩ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
অভিযোগ উঠেছে সাবেক এমপি ও বিএনপি নেতা মোশারফ হোসেন উল্লেখিত প্রকল্পের সিংহ ভাগ বিএনপি নেতাকর্মীদের ব্যক্তিগত কাছে বরাদ্দ দিয়ে গেছে। এছাড়াও কাগজে কলমে থাকা বেশ কয়েকটি সমিতির নামে দেওয়া বরাদ্দ জনগনের কাজেই আসবেনা। অভিযোগ উঠেছে যেখানে ইট সলিং আছে সেখানেই ইট সলিং প্রকল্প দিয়েছে সরকারি অর্থ লোপাটের জন্য। এছাড়াও যেখানে ৫০ হাজার টাকায় কাজ হবে ২ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।
সম্প্রতি সরকারি বরাদ্দের অর্থে দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রশিদের ব্যক্তিগত পুকুরে যাবার রাস্তা নির্মাণ করতে গিয়ে বাঁধাপ্রাপ্ত হয়ে ক্ষুব্দ হয়ে আঃ রশিদ ও তাঁর সহযোগীরা আফতাব ও মজনু ফকির ছুরিকাঘাত হওয়ার পর ক্ষুব্দ হয়ে উঠে ওই এলাকার মানুষ। সাবেক এমপি মোশারফ হোসেন ও তাঁর ক্যাডার আঃ রশিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন সেখানকার একাধিক মানুষ।
সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বদরুজ্জামান খান বদের জানান, পদত্যাগ করার আগে সরকারিভাবে পাওয়া বরাদ্দ সাবেক এমপি মোশারফ হোসেন তাঁর ক্যাডার ও বিএনপি নেতাকর্মীর ব্যক্তিগত কাজের জন্য দিয়েছে। তাঁরমতে অনুসন্ধান করলে বেড়িয়ে আসবে সাবেক এমপি মোশারফ হোসেন যত প্রকল্প দিয়েছে তাঁর বেশীরভাগ প্রকল্পের অর্থ জনস্বার্থে কাজ না করে বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে লুটপাট করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আঃ জববার জানান, দূর্গাপুর-পাঁচপীর সংযোগস্থ পাকা রাস্তা থেকে দিঘীলাপাড়া দিকে রাস্তা পুনঃ সংস্কার প্রকল্প স্থগিত করা হয়েছে। মিথ্যা তথ্য দিয়ে ব্যক্তিগত পুকুরে যাবার রাস্তার জন্য এই প্রকল্পের প্রথম কিস্তির উত্তোলন করা ১ লাখ টাকা ফেরত চাওয়া হয়েছে প্রকল্প কমিটির সভাপতির কাছে। এছাড়াও বিভিন্ন প্রকল্পের জন্য যারা প্রথম কিস্তির অর্থ উত্তোলন করেছে, তারা যদি কাজ না করে তাঁদের কাছ থেকেও অর্থ ফেরত নেওয়া হবে।
এব্যাপারে সাবেক এমপি মোশারফ হোসেনের সঙ্গে মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর সাথে যোগাযোগ করা সম্ভম হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট