কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার ভেটিসোনাই গ্রামে একটি পুকুরের তারকাটার বেড়ায় হাত দিয়ে বিদ্যুৎস্পর্শে সোহান (১০) নামের এক শিশু মারা গেছে।
বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে পরস্পর বিরোধী মন্তব্য পাওয়ায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গতকাল শুক্রবার সকালে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সোহান ভেটিসোনাই গ্রামের গোলাম রব্বানীর পুত্র।
কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় খবর পেয়ে রাত ৮টার দিকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। আমরা প্রাথমিকভাবে জানতে পারি যে পুকুরের বেড়ায় হাত দিয়ে বিদ্যুৎস্পর্শে শিশুটি মারা যায়, ওই পুকুরে মাছচাষ করেন ভেটিসোনাই গ্রামের শাহাদত হোসেন।
স্থানীয় লোকজনের মধ্যে অনেকে বলেছেন পুকুরের চারিদিকে দেওয়া বেড়ায় বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিলো। আবার অনেকে বলেছে হয়তোবা কোন বৈদ্যুতিক তার লিক হয়ে ওই বেড়া বিদ্যুাতায়িত হয়েছে। সার্বিক দিক বিবেচনা করে একটি অপমৃত্যু মামলা নিয়ে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com