কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে বৈদ্যুতিক মিটার অপসারণের সময় বিদ্যুৎস্পর্শে পল্লী বিদ্যুতের লাইনম্যান আক্তার হোসেন (২৬) মারা গেছেন। কাহালু পল্লী বিদ্যুৎ অফিসের এই লাইনম্যান আক্তার হোসেনের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
কাহালু পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আঃ রহমান জানান, গতকাল বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার কর্ণিপাড়ায় আবাসিক এলাকায় একটি ক্রুটিপূর্ণ মিটার অপসারণ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
তার তথ্যমতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর আক্তার হোসেনকে উদ্ধার করে দুপচাঁচিয়া হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com