কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে মহান মে দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থানে শ্রািমক সংগঠনের কার্যালয়ে স্বতঃস্ফুর্ত শ্রমিকরা জড়ো হন।
শ্রমিকরা ও আমন্ত্রিত অতিথিরা আসার পর উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো নিজ নিজ সংগঠনের ব্যানারে বের করা হয় বর্নাঢ্য র্যালী। র্যালীতে শ্রমিকরা ছাড়াও অংশগ্রহন করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
কাহালু মোটর শ্রমিক ইউনিয়ন, গৃহ-নির্মাণ শ্রমিক পরিষদ, দর্জি শ্রমিকের র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন। আমন্ত্রিত অতিথি ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান, কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ ফ ম তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভুইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক সাহাবুদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অপরদিকে কাহালু উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বগুড়া জেলা জামায়াতে ইসলামী পশ্চিম শাখার সাবেক আমীর অধ্যক্ষ মাওঃ তায়েব আলী।
আমন্ত্রিত অতিথি ছিলেন কাহালু উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আব্দুস সাহিদ খান, সেক্রটারী মোঃ শহীদুর রহমান সবুজ, নায়েবে আমীর মাওঃ শহীদুল্লাহসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ ও তাদের সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এছাড়াও কাহালু বাজার আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিকের আয়োজনে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীতে অংশগ্রহন করে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও কাহালু বাজার আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com