মুনসুর রহমান তানসেন, কাহালু (বগুড়া) থেকেঃ বগুড়ার কাহালু পৌর সদরসহ উপজেলার বিভিন্ন সড়কের বেহালদশায় সীমাহীন দুর্ভোগের মধ্য দিয়ে চলচল করছে পরিবহন ও মানুষজন। যেখানে-সেখানে বড় বড় খানা-খন্দকের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলের অযোগ্য এই রাস্তাগুলোতে দুর্ভোগের পাশাপাশি জরুরী কাজে বের হওয়া মানুষও শিকার হচ্ছেন বিরম্বনার।
বিশেষ করে কাহালু পৌরবাসীর অতি গুরুত্বপূর্ণ সড়ক কাহালু স্টেশন রোড, কাহালু হাইস্কুল রোড এবং হাইস্কুল থেকে গোয়াল পুকুর পর্যন্ত এই তিনটি গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থ খুবই খারাপ। এই রাস্তাগুলোতে চলাচলে করে সিনএনজি, ট্রাক, অট্রোরিক্সাসহ বিভিন্ন যানবাহনে মালামাল বহনসহ প্রতিদিন বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষের চলাচল। এই রাস্তাগুলো দিয়ে কাহালু খাদ্যগুদামসহ মানুষের চাহিদা মোতাবেক নিত্যপণ্যের পরিবহন আসা-যাওয়া করে থাকে।
এছাড়াও স্কুল-কলেজ ও মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী এই পথগুলো দিয়েই যাতয়াত করে থাকে। এই রাস্তাগুলোর বেশিরভাগ অংশ জুড়েই বড় বড় খানা-খন্দকের সৃষ্টি হয়েছে। রাস্তায় খানা-খন্দকের কারণে পৌরবাসীসহ বিভিন্ন এলাকা থেকে আসা মানুষজনকে সীমাহীন দুর্ভোগে পড়তে। এদিকে একুট বৃষ্টিপাত হলেই এই রাস্তাগুলোতে জমে থাকে হাটুপানি। বৃষ্টিপাত হলে এই রাস্তাগুলো দিয়ে চলাচলে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। বিরম্বনার শিকার হন সকল শ্রেণিপেশার মানুষ।
অপরদিকে সংস্কারাভাবে কাহালু-মালঞ্চা সড়কটি প্রায় যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অতি গুরুত্বপূর্ণ এই সড়কে খানা-খন্দকের কারণে চলাচল করা যানবাহন মাঝে-মধ্যেই বিকল হয়ে পড়ে। এছাড়াও কাহালু-পাঁচপীর সড়কসহ বিভিন্ন গ্রামে যাওয়া পাকা রাস্তাগুলোরও অনেকটা কার্পেটিং উঠে গেছে। অনেকের মধ্যে বিভিন্ন রাস্তা নষ্ট হওয়ার পিছনে দায়ী অপরিকল্পিত স্থাপনা নির্মাণ ও নি¤œমাণের কাজ। পানি নিস্কাশনের পথে প্রতিবন্ধকতা দূর করা,পানি নিস্কাশনের ব্যবস্থা রেখে স্থাপনা নির্মাণ করাসহ টিকই কাজ হলে আজ রাস্তাগুলোর এই অবস্থা হতোনা। উল্লিখিত গুরুত্বপূর্ণ রাস্তাগুলো দ্রুত টিকসই কার্পেটিং করে মানুষের জনদুর্ভোগ দূর করার জন্য কাহালু উপজেলাবাসী ও পৌরবাসী দাবী জানান।
এব্যাপারে কাহালু পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি জানান, পৌর এলাকার ছয়টি রাস্তার স্কিম দেয়া আছে। আশা করি খুব দ্রুতই সেগুলো বাস্তবায়ন হবে।
Leave a Reply