কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ “তামাক কোম্পানীর হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” এই প্রতিপাদ্য নিয়ে গতকাল শুক্রবার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে পালন করা হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস।
দিবসটি উপলক্ষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ। সভায় বক্তব্য রাখেন কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নীল রতন দেব। আলোচনা শেষে একটি র্যালী বের করা হয়।
র্যালীতে অংশ নেন কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ইনচার্জ মো. সবুজ হোসেন, কাহালু উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল করিম, ু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারি মো. আজিজুল হক, কাহালু উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মুনসুর রহমান তানসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবায় নিয়োজিত নার্স ও অন্যান্য কর্মচারীবৃন্দ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com