কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গত রোববার রাত ১১ টার দিকে বগুড়ার কাহালু পৌর স্বেচ্ছা সেবকলীগ কার্যালয়ের সামনে একটি ককটেল সাদৃশ্য পটকা বিস্ফোরিত হয়েছে। এইঘটনার পরপরই সেখান থেকে বিস্ফোরিত বস্তুর আলামত ও দুটি ককটেল সাদৃশ্য কৌটা উদ্ধার করেছে পুলিশ।
পৌর স্বেচ্ছা সেবকলীগের সভাপতি রাগিবুল হাসান রাগিব জানান, ককটেল বিস্ফোরণ হওয়ার পর ঘটনাস্থল এলাকার পাহারাদার আমাকে ফোন করেন। তাঁর ফোন পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ওসিকে ফোন করেছি।
কাহালু থানার ওসি আব্দুল্ল্যাহ আল মামুন জানান, এঘটনায় একটি জিডি করা হয়েছে। উদ্ধারকৃত দুটি কসটেপ দ্বারা মোড়ানো বস্তু পরীক্ষা করে দেখতে হবে, সেটি ককটেল না পটকা।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com