কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে সম্প্রতি বিয়ের প্রলোভনে এক যুবতী (২০) কে তার ইচ্ছার বিরুদ্ধে পর পর দুবার ধর্ষন করার অভিযোগে গতকাল শনিবার দুপুরে মোঃ আতিকুর রহমান (২৪) নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আতিকুর কাহালু উপজেলার অঘোর মালঞ্চা গ্রামের মোঃ ইসলামের পুত্র।
পুলিশ সুত্র জানায়, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ এনে গত ২৩ মার্চ থানায় মামলা করেন শেরপুর উপজেলার এক যুবতী। তিনি মামলা এজাহারে উল্লেখ করেছেন প্রায় তিনমাস আগে আতিকুরের সাথে ওই যুবতীর মোবাইল ফোনে সম্পর্ক গড়ে উঠে।
গত ৯ মার্চ উপজেলার অঘোর মালঞ্চা গ্রামে ওই যুবতী তার ভাইয়ের শশুড় বাড়িতে দাওয়াত খেতে আসেন। ওইদিন রাত ৯ টায় মালঞ্চা গ্রামে নির্মাণাধীন একটি পাকা বাড়ির ছাদে আতিকুর বিয়ের প্রলোভন দিয়ে ওই যুবতীকে ডেকে আনে। এসময় বিয়ের প্রলোভন দিয়ে যুবতীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে ধর্ষন করে আতিকুর। ১১ মার্চ পুনরায় একই কায়দায় ওই বাড়ির ছাদের উপর ডেকে নিয়ে যুবতীকে ধর্ষন করে আতিকুর।
এই ঘটনার পর একাধিক বার বিয়ের জন্য আতিকুরকে চাপ দিয়ে সে সময়ক্ষেপন করে। যারফলে গত ২২ মার্চ আতিকুরের বাড়িতে ওই যুবতী আসলে তাকে বিয়ে করবেনা বলে সাফ জানিয়ে দিয়ে আতিকুর ও তার লোকজন যুবতীকে তারিয়ে দেয়। এই ঘটনায় ২৩ মার্চ একটি মামলা করলে পুলিশ গতকাল শনিবার আতিকুরকে গ্রেফতার করে আদালতে পাঠায়।
কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল্ল্যাহ আল মামুন জানান, আতিকুরকে গ্রেফতার করা হয়েছে এবং ধর্ষিত যুবতীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com