কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ মহান বিজয় দিবসের কর্মসূচীর অংশ হিসেবে কাহালু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল শুক্রবার কাহালু সরকারি কলেজ মসজিদের সামনে যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত অধ্যক্ষ হোসেন আলীর কবর জিয়ারত করা হয়েছে। কবর জিয়ারতে উপজেলা প্রশাসনের পক্ষে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আবু মুসা ও উপজেলা সমাজ সেবা অফিসার আবিদুর রহমান। আরও যারা কবর জিয়ারতে শরিক হন তারা হলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা নজিবর রহমান, মোজাম্মেল হক, কাহালু সরকারি কলেজেল অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল আলীম, প্রভাষক সুলতান মাহমুদ, মাকছুদুর রহমান, ছানোয়ার হোসেনসহ কলেজের শিক্ষক/কর্মচারী ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।
Leave a Reply