কাহালুু ( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী প্রাং (৭৫) কে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
কাহালু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজিবর রহমান জানান, আক্কাস সাহেব পরিবার পরিজন নিয়ে ঢাকায় বসবাস করতেন। দীর্ঘদিন ধরে নানা রোগে তিনি ভুগছিলেন। বুধবার সন্ধ্যায় তিনি ঢাকায় মারা গেলে বৃহস্পতিবার দুপুরে তাঁর লাশ গ্রামের বাড়ি কাহালুর কাটনাহারে আনা হয়। নিজ গ্রামে জানাযা নামাজ শেষে রাস্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
তাঁর জানাযায় শরিক হন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবীব, স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মুসল্লীবৃন্দ।
Leave a Reply