কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ “নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে গতকাল শনিবার কাহালু উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি র্যালী বের করা হয়।
র্যালীশেষে উপজেলা অডিটোরিয়াম অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানঞ্জিমা আখতার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরো।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আবু মুছা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নীল রতন দেব, কাহালু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল আলীম।
আলোচনা সভা শেষে ৪ জন শ্রেষ্ঠ জয়িতার মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন করা হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com