কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলায় দীর্ঘ কয়েক বছর ধরে একটি সংঘবদ্ধ চক্র চাষাবাদের মৌসুমে সেচযন্ত্রের বৈদ্যুতিক মিটার চুরির কথা বলে হুমকি দিয়ে বিকাশে টাকা নিয়ে আসছে নলকুপের মালিক ও আবাসিক সংযোগের গ্রাহকের কাছ থেকে।
এমনকি এই চক্র পুকুরে বিষ প্রয়োগের হুমকি দিয়েও মাছচাষিদের কাছ থেকে চাঁদা নিয়ে থাকে। তাদের দাবীকৃত চাঁদা না দিলেই মিটার চুরি করে এবং চাষিদের পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করে। ভোক্তভুগীদের অভিযোগের প্রেক্ষিতে এই চক্রের সদস্যদের গ্রেফতারে এবার পুলিশ কিছুটা তৎপর হয়েছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলার পাঁচগ্রাম এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এই চক্রের সক্রিয় সদস্য মেহেদী হাসান (২৫) কে গ্রেফতার করে। মেহেদী পাঁচগ্রামের ফজলুল বারীর পুত্র।
কাহালু থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান জানান, মেহেদীর বিরুদ্ধে ৪ টি এই ধরনের মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বিভিন্ন সময়ে পুকুরে বিষ প্রয়োগের ও মিটার চুরির হুমকি দিয়ে যারা চাঁদা নেয় এবং চুরির সাথে জড়িত তাদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply