1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কাহালুতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা সোনাতলায় তুচ্ছ ঘটনায় হোটেল মালিক অতুলের কান কর্তন বগুড়ায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে কুপিয়ে হত্যা গাবতলীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত বগুড়ায় ধানক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার সুন্দরগঞ্জে সপ্তম শ্রেণীর স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, থানায় অভিযোগ দায়ের কাহালুতে গলায় উড়না পেঁচিয়ে এক মহিলার আত্মহত্যা দূর্নীতি চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গঠনে ইসলামী আইনের বিকল্প নেই -অধ্যক্ষ শাহাবুদ্দীন সারিয়াকান্দি থেকে ধর্ষণ মামলার আসামী কাঠমিন্ত্রী গ্রেফতার বগুড়ার ফতেহ আলী ব্রীজ নির্মাণ, সময় শেষ হলেও কাজ শেষ হয়নি

কাহালুতে বোরো ধানের বাম্পার ফলন, ধান ঘরে তুলতে ব‌্যাস্ত কৃষকরা

  • সোমবার, ৫ মে, ২০২৫
  • ১১২

মুনসুর রহমান তানসেন, কাহালু (বগুড়া)ঃ বগুড়ার কাহালু উপজেলায় ইতিমধ্যে বোরো ধান কাটা-মাড়াইয়ের কাজ শুরু হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় চলতি মৌসুমের বাম্পার ফলনে চাষিরা মহাখুশি।

উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, চাষিরা তাদের কষ্টে অর্জিত বোরো ঘরে তুলতে মহাব্যস্ত হয়ে পড়েছেন। ঝর-বৃষ্টির আশঙ্কায় তাদের মাথায় এখন একটায় চিন্তা যত দ্রæত সম্ভম মাঠের ধান ঘরে তোলা। যারফলে তারা দিনরাত সমান তালে ধান কাটা-মাড়াইয়ের কাজ করছেন। প্রতি বছরের ন্যায় এবারও স্থানীয় শ্রমিকের সংকট দেখা দেওয়ায় চাষিরা উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে শ্রমিক এনে ধান কাটা-মাড়াইয়ের কাজ করে নিচ্ছেন।

এদিকে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে মাঠ পর্যায়ে গিয়ে চাষিদের সাথে উঠান বৈঠক করে পরামর্শ দেওয়া হচ্ছে, যাদের জমির শতকরা ৮০ ভাগ ধান পেকে গেছে, তারা যেন দ্রæত ধান কাটা-মাড়াই করে অর্জিত ধান ঘরে তুলতে পারেন। অত্র উপজেলায় আলু ও সরিষা চাষাবাদের কারণে কিছুটা দেরিতে বোরো ধান লাগানো হয়। দেরিতে ধান লাগানোর কারনে ধান পাকতেও একটু দেরি হয়। অপ্প সময়ের মধ্যে যাতে লাগানো বোরো ধান অর্জিত হয়, সেই লক্ষ্য নিয়ে হাইব্রিড ধান চাষের চেয়ে এখানকার চাষিরা চিকন জাতের ধানই বেশি চাষাবাদ করেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মোট ১৮ হাজার ১৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের বোরো ধান লাগানো হয়। এরমধ্যে মাত্র ৫৮২ হেক্টর জমিতে হাইব্রিড ধান লাগানো হয়। বাঁকী ১৭ হাজার ৫৬৮ হেক্টর জমিতেই উপশি জাতের ধান লাগানো হয়। হাইব্রিড ধান এখনো না পাকলেও অধিকাংশ জমির উপশি জাতের ধান পাক ধরেছে। চলতি মৌসুমে বোরো ধানের লক্ষমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৮ হাজার ৮৬৫ মেঃটন। সূত্রমতে বাম্পার ফলন হওয়ায় সামনে প্রাকৃতিক কোনো দূর্যোগ না হলে চলতি মৌসুমে বোরো ধানের লক্ষমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হবে।

বিভিন্ন এলাকার চাষিরা জানান, গত বছরের চেয়ে চলতি মৌসুমে বোরো ধানের ফলন অনেক ভালো হয়েছে। গত বছর বিঘাপ্রতি ১৮ থেকে ২০ মন ধান পাওয়া গেছে। এবার বিঘাপতি ২২ থেকে ২৩ মন পর্যন্ত ধান পাওয়া যাচ্ছে। বর্তমানে মাঠ থেকে ধান কাটা-মাড়াইয়ের পর পরই ধান বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজার ২৫০ টাকা পর্যন্ত। গত বছরের চেয়ে এবার ধানের মূল্য বেশ ভালোই পাচ্ছেন চাষিরা। বাম্পার ফলন ও ধানের মূল্য ভালো পাওয়ায় এবার সকল চাষিই বেশ খুশি।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস জানান, বোরো ধানের বীজতলা তৈরি থেকে শুরু করে চারা রোপন ও ধান অর্জিত পর্যন্ত আমরা প্রতিনিয়ত চাষিদেরকে মাঠ পর্যায়ে গিয়ে পরামর্শ দিয়েছি। যারফলে চলতি মৌসুমে বোরো ধান গাছে রোগবালাই না হওয়া ধানের ফল খুবই ভালো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট