কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল বুধবার সকাল ৯ টায় বগুড়া-দেওগ্রাম সড়কের কাহালু উপজেলার হারলতা এলাকায় ভটভটি উল্টে চালক সুলতান আলী (২২) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হন ভটভটিতে থাকা আঃ কাদের নামের এক যুবক। নিহত সুলতান দূর্গাপুর পশ্চিমপাড়ার মৃত তরিকুল ইসলামের পুত্র। এই তথ্য নিশ্চিত করেন কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ আমবার হোসেন।
Leave a Reply