কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে আপন ভাবী আছমা বেগম (৪৫) কে হত্যার ঘটনায় তার দেবর মোঃ আব্দুল মকিম (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে গত শনিবার দেড়টার দিকে কাহালু উপজেলার কালাই মাঝপাড়ায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
এই ঘটনায় আছমার মামা মোঃ আবু সাইদ মন্ডলের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়,উল্লেখিত গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে আঃ হাকিম ও আব্দুল মকিমের মধ্যে বাড়ির জায়গার সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সেই বিরোধের জেরে ঘটনার দিন মকিম ও তার ছেলে রাকিব হাকিমের স্ত্রী আছমার সাথে ঝগড়া হয়।
ঝগড়ার এক পর্যায়ে আছমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পেটে কিলঘুষি মারে তারা। আছমা মাটিতে লুটিয়ে পড়লে তার পেটে স্বজোরে লাথি মারে। তাকে উদ্ধার জন্য এগিয়ে এলে স্বামী আব্দুল হাকিমকে বাটাম দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন আছমাকে উদ্ধার করে দুপচাঁচিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।
কাহালু থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান জানান, এই মামলার দুজন আসামী আঃ মকিমকে গ্রেফতার করা হয়েছে এবং রাকিবকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply