কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল শনিবার কাহালু উপজেলা ভ‚মি অফিসে ভ‚মি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ।
”স্মার্ট ভ‚মি সেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা ভ‚মি অফিস ও উপজেলার প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে ভ‚মি সেবার জন্য স্টলসহ বুথ খোলা হয়েছে। সেই সেবা বুথে থাকবে ভ‚মি উন্নয়ন কর নাগরিক নিবন্ধন, , অনস্পট ভ‚মি উন্নয়ন কর অনুমোদন এবং অনস্পট নামজারির আবেদন গ্রহণ।
ভ‚মি সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন উপজেলা ও ইউনিয়ন ভ‚মি অফিসের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
Leave a Reply