কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম গতকাল শনিবার কাহালু সরকারি কলেজে শুরু হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমের বিফিং সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্ণিং অফিসার মোছাঃ মেরিনা আফরোজ।
প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক ও রিটাণিং অফিসার মোঃ সাইফুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) (পুলিশ সুপার পদন্নোতিপ্রাপ্ত) মোঃ আব্দুর রশিদ, বগুড়া জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান, সিনিয়ার সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) মোঃ ওমর আলী, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আবু মুসা, কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা, কাহালু সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল আলীম।
উপজেলা নির্বাচন অফিসার মাহমুদা আক্তার জানান, প্রশিক্ষণে ৭৫ জন পিজাইডিং অফিসার, ৪২১ জন সহকারী পিজাইডিং অফিসার ও ৮৪২ জন পোলিং অফিসার অংশ নিয়েছেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com