কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে ভ্যান বিক্রির টাকার দ্বন্দ নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে খুন হয়েছেন নায়েব আলী (৩৩) নামের এক ব্যক্তি। গতকাল শুক্রবার বিকেল ৩ টার দিকে উপজেলার ডোমরগ্রাম পিয়াস মাস্টারের পুকুর পাড়ে এই ঘটনা ঘটে। নিহত নায়েব আলী উপজেলার ওলাহালী গ্রামের আবুল হোসেনের পুত্র। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ওলাহালী গ্রামের জাহাঙ্গীরের ছেলে জায়েদ তাঁর বাবার একটি ভ্যান বন্ধু নায়েব আলীকে দিয়ে বিক্রি করে। তাঁরা দুজনই ছিলেন নেশাখোর। পুলিশের ধারনা ভ্যান বিক্রির টাকার দ্বন্দেই জায়েদ, নায়েব আলীকে খুন করে। কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, এখনো ঘটনাস্থলে আছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে এবং জায়েদকে গ্রেফতারে প্রচেষ্টা চালানো হচ্ছে।
Leave a Reply