মুনসুর রহমান তানসেন, কাহালু থেকেঃ বগুড়ার কাহালু উপজেলায় তাপমাত্রা বেড়ে যাওয়ায় ভাপসা গরমে জনজীবনে নেমে এসেছে এক অস্বস্তিকর অবস্থা। অস্বস্তিকর আবহাওয়ায় প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ।
ভাপসা গরমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন বাড়ছে গরম জনিত কারনে অসুস্থ হয়ে পড়া রোগীর সংখ্যা। প্রায় সপ্তাহ খানেক ধরে প্রতিদিন তাপমাত্রা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আকাশে মাঝে-মধ্যে মেঘের দেখা মিললেও এই বর্ষাকালে হচ্ছেনা ঠিকমত বৃষ্টিপাত। গত এক সপ্তাহে দুদিন মাত্র কয়েক মিনিট উড়ানো বৃষ্টিপাত হলেও ঠিকমত ভিজেনি মাটি। গত এক সপ্তাহ ধরেই কখনো প্রখর রৌদ্দ আবার কখনো উড়ানো মেঘের ছায়া। যারফলে উপজেলার সব এলাকায় ঘরে-বাহিরে সবখানে ভাপসা গরম। গরমে ওষ্ঠাগত মানুষ কোথাও ফেলতে পারছেনা প্রশান্তির নিঃশ্বাস।
এই তাপদাহের মধ্যে গাছের পাতাও পর্যন্ত নড়ছেনা। তীব্র গরমের মধ্যে আবার যোগ হয়েছে বিদ্যুৎ বিভ্রাটের মত ঘটনা। বর্তমানে সব মিলিয়ে উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এক অস্বস্তিকর পরিবেশের মধ্যে রয়েছেন। সরকারি-বেসরকারি দপ্তর, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানা ও মাঠে-ঘাটে কোথাও মানুষজন স্বস্তিতে করতে পারছেন-না তাদের নিত্যদিনের কাজকর্ম। গরম জনিত কারনে প্রতিদিন অসুস্থ হয়ে পড়ছেন শিশুসহ বিভিন্ন বয়সী অসংখ্য মানুষ।
কাহালু স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাসিস্টান্ট সার্জন ডাঃ নুসরাত জাহান জানান, গরম জনিত কারনে এখানে প্রতিদিন ৪০০ থেকে ৪৫০ জন রোগী প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও ৫০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপে বেড খালি থাকছেনা বললেই চলে। যারা এখানে চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে বেশীরভাগ রোগীর জ্বর, শর্দি-কাশি ও ডায়রিয়া রোগী। বেশী রোগীর চাপ থাকলেও আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি সব রোগীই যাতে চিকিৎসা সেবা পান।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com