কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কাহালুতে ভরা বর্ষা মৌসুমে মুক্ত জলাশ্বয়ে মাছের বংশ বিস্তারের সময় মাছের ক্ষতিকারক চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরার সময় পাঁচটি জালসহ একজনকে আটক করা হয়েছে। জানা গেছে গতকাল মঙ্গলবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলার বুড়ইল এলাকায় উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন অভিযান চালিয়ে জাল ও জেলে শ্রীরাম চন্দ্রকে আটক করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রাইহাতুন নাহার। পরে ভ্রাম্যমান আদালতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানার নির্দেশে মাছের জন্য ক্ষতিকারক জালগুলো পুড়িয়ে ফেলা হয়। এছাড়াও ভষা মৌসুমে মাছের ক্ষতিকারক জাল ব্যবহার না করার শর্তে আটক জেলেকে ছেড়ে দেওয়া হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com