কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ মদ্যপানে মাতাল অবস্থায় পাজোরো জীপ গাড়ি চালাতে গিয়ে বগুড়ার কাহালুতে একটি গাছের সাথে ধাক্কা লেগে চালক আলিফ (২২) নিহত হন এবং ওই গাড়িতে থাকা আরও পাঁচজন গুরুত্বরভাবে আহত হন। গত শুক্রবার রাত ১১ টার দিকে কাহালু-বগুড়া সড়কের উপজেলা শীতলাই এলাকায় এই ঘটনা ঘটে।
কাহালু থানার এস আই নাজমুল হক জানান, দুর্ঘটনায় কবলিত গাড়ির চালকসহ প্রায় সকলেই মদ্যপান করেছে। তাদের সকলের শরীর থেকে মদের গন্ধ পাওয়া গেছে। ঘটনার দিন গাড়ির মুল চালক আরেকজনকে গাড়ি চালাতে দিলে সে নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কবলিত গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ফায়ার সার্ভিসের লোকজন এসে তাদের উদ্ধার করে বগুড়া সজিমেক হাসপাতালে ভর্তি করা হলে চালক চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আলিফ বগুড়া জেলা সদরের সুত্রপুরের আঃ মান্নানের পুত্র। আহতরা হলেন বগুড়া বারপুরের আতাউর রহমান, রাসেল, সুত্ররাপুরের সোহান, শিবগঞ্জের সংশেরদিঘীর কামরুল ও রিতা।
Leave a Reply