কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে। গতকাল শনিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভসূচনা করা হয়।
এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল কবিরাজ সুরুজ উপজেলা পরিষদের পক্ষ থেকে ভাইস দয়কে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, কাহালু থানা পুলিশ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়
সকাল সাড়ে ৮ টায় কাহালু উচ্চ বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহন ও অনুষ্ঠানিকভাবে বিজয় দিবসের উদ্বোধন করা হয়। বিভিন্ন অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজের সভাপতিত্বে বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
Leave a Reply