কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কাহালু উপজেলা প্রশাসন, বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদনের পর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের পর আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে বিজয় দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ।
এরপর উপজেলা অডিটোরিয়াম হলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রেবেকা সুলতানা ডলি, কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা নজিবর রহমান,
এ্যাডঃ লিয়াকত আলী সরদার, মোজাম্মেল হক, ফজের আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সংবর্ধনা শেষে উপজেলা আবাসিক মাঠে বিজয় মেলার উদ্বোধন করা হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com