কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
উপজেলার প্রশাসনের কর্মসূচীর মধ্যে ছিল প্রতুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের শুভসূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবীবের নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, কাহালু থানা পুলিশের পক্ষে অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান। এছাড়াও কাহালু পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে শহিদ মিনারে শ্রদ্ধা নিবদেন করা হয়।
উপজেলা প্রশাসনের আরও কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় প্রতাকা উত্তোলন, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিশুদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচী।
Leave a Reply