কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে হোন্ডার ধাক্কায় পেপার মিলের শ্রমিক নয়ন হোসেন (২৪) নিহত ও মামুন হোসেন আহত হন। গত রোববার রাত ৮ টার বগুড়া-কাহালু সড়কের শীতলাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানান, নিহত ও আহত দুজন মিলে একই সাইকেলে চড়ে কিবরিয়া পেপার মিলে কাজ করার জন্য যাচ্ছিলেন। এসময় পিছন থেকে একটি হোন্ডা তাদের সাইকেলে ধাক্কা দিলে দুজনে গুরুত্বরভাবে আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া সজিমেক হাসপাতালে নেওয়া হলে সেখানে নয়ন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত নয়ন উপজেলার বেলঘরিয়া গ্রামের নুরুন্নীর পুত্র এবং আহত মামুন হোসেন একই এলাকার মৃত মোয়াজ্জেমের পুত্র।
কাহালু থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান জানান, ঘটনার পর পরই হোন্ডাটি অঅটক করে থানায় রাখা হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন মামলা করেননি।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com