কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গত রোববার রাতে কাহালু উপজেলার মুরইল এলাকা থেকে রবি ও বাংলালিং টাওয়ারের টান্সফরমার চুরি হয়েছে। গতকাল সোমবার কাহালু থানায় জিডি করতে আসা বাংলালিং এর বিল কালেকশন কর্মকর্তা শাহনেওয়াজ ও রবির বগুড়া অফিসের পাউয়ার এক্সিকিউটিভ মোঃ রেজাউল করিম এই তথ্য জানান।
তাঁরা জানান, টান্সফরমার চুরি হওয়ার পর থেকে মুরইল এলাকায় রবি ও বাংলালিং এর নেটওয়ার্ক বন্ধ রয়েছে। সেখানে রবির ও বাংলালিং এর গ্রাহকরা জরুরী প্রয়োজনেও তাঁদের মোবাইল ফোন ব্যবহার করতে পারছেনা। থানায় জিডি করে সেই কপি সংশ্লিষ্ট দপ্তরে দেওয়ার পর তাঁরা নতুন টান্সফরমার দিবে। এব্যাপারে কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, জিডি নেওয়ার পর বিষয়টি তদন্ত করে দেখা হবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com