কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে গতকাল সোমবার কাহালু উপজেলা অডিটোরিয়াম হলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ও প্রদর্শনী করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ। আমন্ত্রিত অতিথি ছিলেন কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা, কাহালু সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল আলীম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাহবুব হাসান চৌধুরী।
কারিগরি সহায়তায় ছিলেন সাইন্টিফিক অফিসার মোঃ হাসিব পাঠান, তানভীর আহমেদ ও টেকনিশিয়ান আব্দুল মান্নান। সেমিনারে অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী।
Leave a Reply