1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :

কাহালুতে শারদীয় দূর্গাপূজা পরিদর্শন উপলক্ষ্যে রাজনৈতিক দলগুলো সরব

  • মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ২৯

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ শারদীয় দূর্গাপূজা পরিদর্শন উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের শোডাউনসহ সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। গত ১ সেপ্টেম্বর হতে সারাদেশের ন্যায় কাহালু উপজেলার ৩১ মন্ডবে শারদীয় দূর্গাপূজা শুরু হয়েছে। এই দূর্গাপূজার মধ্যেই বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জন্য মটরসাইকেল বহরসহ নেতাকর্মীদের নিয়ে শোডাউন দিচ্ছেন। শুধু সম্ভাব্য এমপি প্রার্থীই নয়, স্থানীয় জনপ্রতিনিধিরাও তাদের জনসমর্থন ধরে রাখতে মটরসাইকেলের বহর নিয়ে বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শনে যাচ্ছেন। অনেকে পূজা আয়োজকদের দিচ্ছেন সাধ্যমত অনুদান। শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে ইতিমধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে শাড়ী, লুঙ্গি, ধুতি ও থ্রি-পিচ বিতরণ করেছেন। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বিভিন্ন পূজা মন্ডবে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করে সাধ্যমত অনুদান দিয়েছেন। উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ প্রতিটি পূজা মন্ডবে দিয়েছেন ব্যক্তিগত অনুদান। বিভিন্ন মন্ডবে গিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে করেছেন শুভেচ্ছা বিনিময়। জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও আগাম দলীয় মনোনয়ন পাওয়া শাহীন মোস্তফা কামাল ফারুক বিভিন্ন মন্ডবে গিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করে সাধ্যমত অনুদান দিয়েছেন। সাবেক এমপি ও বগুড়া জেলা জাসদের সভাপতি এ, কে, এম রেজাউল করিম বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কুশল বিনিময় করে সাধ্যমত অনুদান দিয়েছেন। অপরদিকে বিএনপির বর্তমান এমপি আলহাজ্ব মোশারফ হোসেন ও সাবেক এমপি ডাঃ জিয়াউল হক মোল্লা অসংখ্য মটরসাইকেল নিয়ে বিশাল শোডাউন দিয়েছেন। গত সোমবার সাবেক ডাঃ জিয়াউল হক মোল্লা শোডাউন দেওয়ার পর গতকাল মঙ্গলবার বর্তমান এমপি আলহাজ্ব মোশারফ হোসেন শোডাউন দিয়েছেন। বিএনপির এই দুই নেতাও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কুশল বিনিময় করে সাধ্যমত অনুদান দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। অনেকের ধারনা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিজেদের পাল্লা ভারী করতেই পূজা উপলক্ষ্যে এই ধরনের শোডাউন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট