কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বগুড়ার কাহালু উপজেলা অডিটোরিয়াম উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দূর্নীতি দমন কমিশন কর্তৃক মাধ্যমিক পর্যায়ের ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আরাফাত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি, দূর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের উপ-সহকারি পরিচালক মো. জাকির হোসেন, জাতীয় স্বর্ণ ও রৌপ্য পদকপ্রাপ্ত মাছচাষি আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক পি এম মাকছুদুর রহমান মাসুদ।
Leave a Reply