কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পী ও শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোর্শেদ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার কাজী মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রচার সম্পাদক আব্দুল হান্নান, কাহালু থিয়েটারের সহ সাধারন সম্পাদক মুনসুর রহমান তানসেন, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ, এম, এ ছালাম, আল্লামের তাকিয়া স্কুল ও কলেজের অধ্যক্ষ আঃ হান্নান মন্ডল, শিক্ষক খায়রুন নাহার খেয়া, সংগীত শিক্ষক রবীন সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
সভায় শিল্প ও সংস্কৃতির বিকাশে সকলের সহযোগিতা কামনা করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ।
Leave a Reply