কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার আলোচিত শীর্ষ সন্ত্রাসীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত সাড়ে ১০ টার দিকে সমন্তাহার পোড়াপাড়ার পশ্চিম দিকে একটি রাস্তার উপর এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। ব্রাজিল বগুড়া সদর উপজেলার গোদারপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে।
পুলিশ জানান, এই ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, ব্রাজিল দীর্ঘ কয়েক বছর ধরে কাহালু উপজেলার সমন্তাহার পোড়াপাড়া গ্রামে বসবাস করে আসছে । তাদের তথ্যমতে ব্রাজিল এই এলকায় ত্রাস হিসেবে পরিচিত এবং বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল।
পুলিশের তথ্যমতে হত্যা, অপহরণ, মাদক, সন্ত্রাস বিরোধী আইন, অস্ত্র, এসিড, বিস্ফোরক, ডাকাতির প্রস্তুতি ও বিশেষ ক্ষমতা আইনে মামলাসহ মোট ২৯ টি মামলা রয়েছে এই ব্রাজিলের বিরুদ্ধে। ব্রাজিলের বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা রয়েছে বগুড়া সদর থানায়।
কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা জানান, এই হত্যাকান্ডের ক্লু পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় থানায় কেউ এজাহার দিতে আসেনি।
Leave a Reply