কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্ম বার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালীসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। বিভিন্ন কর্মসূচী শেষে উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ আমবার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রওশন আরা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, কাহালু প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুনসুর রহমান তানসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। আলোচনা শেখ রাসেলের জন্মদিনে মাননীয় প্রধানমন্ত্রী কতৃক উদ্বোধনী অনুষ্ঠান প্রজেক্টারের মাধ্যমে দেখানো হয়। এছাড়াও শেষে কাহালু শিল্পকলা একাডেমির পরিবেশায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
Leave a Reply