কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার শিবা কলমা বড়গাড়ী এলাকায় সংঘটিত দস্যুতার ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার শিবা কলমা দক্ষিণপাড়ার মিন্টু চন্দ্র বর্মনের পুত্র বিপুল চন্দ্র বর্মন (২০) ও বগুড়া সদর উপজেলার পাটিতাপাড়ার আব্দুস সোবাহানের পুত্র বকুল ফকির (২৫)।
কাহালু থানার পুলিশ পরিদর্শক তদন্ত ফিরোজ ওয়াহিদ জানান, গত ২৯ জানুয়ারি রাত ১১টার দিকে বগুড়ায় অটোরিক্সা চালিয়ে শেখ কলমার রফিকুল ইসলাম বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ৩/৪ দুঃস্কৃতকারী চাইনিজ কুড়াল ও চাকুর ভয় দেখিয়ে অটোচালক রফিকুলকে গাছের সাথে বেঁধে তাঁর অটোরিক্সা, একটি মোবাইল সেট ও নগদ ৬২০ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কাহালু থানা পুলিশকে খবর দেয়। পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সোমবার রাতে অভিযান চালিয়ে বিপুলকে চাইনিজ কুড়াল ও অস্ত্রসহ গ্রেফতার করে। এঁরপর তাঁর স্বীকারোক্তিতে বগুড়া পুলিশ অভিযান চালিলে বকুল কবিরকে গ্রেফতারসহ লুন্ঠিত অট্রোরিক্সা উদ্ধার করে। কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, এঘটনায় একটি দস্যুতার মামলা হয়েছে।
Leave a Reply