কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে ঔষুদ ব্যবসায়ী দুই আপন ভাই বাদল চন্দ্র সরকার (৬০) ও রতন চন্দ্র সরকার (৫০) মোটরসাইকেলে চড়ে বগুড়ার কাহালু বাজার থেকে নিজ বাড়ি মুরইলে যাচ্ছিলেন।
বগুড়া-নওগাঁ মহাসড়কে উঠার সাথে সাথে নওগাঁ থেকে বগুড়ার দিকে বেপোয়ারা গতি আসা একটি আলু বোঝাই ট্রাক তাদের দুই ভাইকে ধাক্কা দিলে দুজনেই ছিটকে পড়ে যান। এসময় তাদের উপর দিয়ে ট্রাকটি গেল ঘটনাস্থলেই মারা যান রতন চন্দ্র সরকার (৫৫)। তার বড় ভাই বাদল চন্দ্র সরকার (৬০) কে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে ভর্তি করে দেন স্থানীয় লোকজন। নিহত রতন উপজেলার মুরইল গ্রামের প্রফুল্ল্য চন্দ্র সরকারের পুত্র।
কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে এবং এই ঘটনায় একটি মামলা নেওয়া হয়েছে।
Leave a Reply