কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম আসনে সতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি ডঃ জিয়াউল হক মোল্লার গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে দুর্বৃত্তরা । গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কাহালু উপজেলার পিলকুঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে।
ডাঃ জিয়াউল হক মোল্লা জানান, বিএনপি নেতা মোশারফের উচ্ছৃঙ্খল কিছু লোকজন পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটায়। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা সবাই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত বলে রাখাল মাসুদ ও সাবেক ছাত্রদল নেতা মোহন ফেসবুক লাইভে এসে হামলার বর্ণনা দেন। তারা ফেসবুক লাইভে হামলাকারী হিসেবে বেশ কয়েকজন বিএনপির নেতার নাম উল্লেখ করেছে। দুর্বৃত্তদের হামলায় ডাঃ জিয়াউল হক মোল্লা নিজে এবং আঃ সালাম, মোহন ও রাখাল মাসুদ আহত হন। এব্যাপারে সাবেক এমপি মোশারফ হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনে সংযোগ পাওয়া যায়নি।
কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজাকে মোবাইল ফোন করা হলে তিনি জানান, ডাঃ জিয়াউল হক মোল্লার গাড়িতে হামলার বিষয়ে তিনি অবগত হয়েছেন। তিনি আরও জানান, এব্যাপারে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com