কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে সরকারিভাবে গৃহহীনদের দেওয়া একটি আশ্রয়াণ প্রকল্পের আবাসন এলাকায় দুতরফা বহিরাগতদের হামলার ঘটনায় একজন ধারালো অস্ত্রের আঘাতে জখম হওয়ার পর থেকে সেখানকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। গত মঙ্গলবার সকাল সাড়ে ৭ টা ও রাত সাড়ে ১১ টায় এই হামলার ঘটনা ঘটে। এঘটনায় গতকাল বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি অভিযোগ করেন আবাসনের বাসিন্দা মোঃ বুলু আকন্দ।
অভিযোগে উল্লেখ করা হয় সরকারিভাবে উপজেলার মুরইল ইউনিয়নে ভাগদূগড়ায় খাস জায়গার উপর ২৯ টি ভ‚মিহী ও গৃহহীন পরিবারকে জায়গাসহ পাকা বাড়ি দিয়েছে। সেখানেই আমরা সবাই মিলেমিশে খুবই শান্তি বসবাস করছি। গত ২৬ সেপ্টেম্বর সকাল সাড়ে আমাদের আশ্রয়ণের বাসিন্দা মোঃ আনছার আলীর বাড়িতে তার ছেলে মোঃ ছানোয়ার হোসেন (৪৫) তার এক পরিচিত মহিলাকে নিয়ে আসেন। এই ঘটনাকে কেন্দ্র করে ২৩ নং ঘরের বাসিন্দা রেজাউলের মেয়ে জামাই বিবাদী মোঃ লিটন ৮/১০ জন বহিরাগত লোকজন ডেকে এনে আনছার আলীর বাড়িতে হামলা করে তার ছেলে ছানোয়ার ও সেখানে আসা মহিলাকে বেদম মারপিট করে।
আশ্রয়াণ প্রকল্পের বাসিন্দারা এই ঘটনার প্রতিবাদ করায় ওইদিন রাত সাড়ে ১১ টার দিকে ধারালো অস্ত্র নিয়ে আবার আবাসনে আসে। সেখানে একটি দোকানে বসে থাকা আবস্থায় বহিরাগতদের হামলার শিকার হন আবাসনের বাসিন্দা হেলাল উদ্দিন (৩২)। ধারালো অস্ত্রের আঘাতে বাম হাতের কপজার উপরে অনেকখানি কেটে যাওয়া তাকে কাহালু হাসপাতালে এনে পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। এঘটনায় বহিরাগতদের ভয়ে আবাসনের সকলে এসে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও থানায় অভিযোগ দেন।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ জানান, এঘটনায় আমার কাছে একটি অভিযোগ দিয়েছে। বিষয়টি ওসিকে জানানো হয়েছে থানায় সরাসরি যোগাযোগের কথা বলা হয়েছে। কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ হাসান জানান, ঘটনার রাতেই ভাগদূগড়া আবাসনে পুলিশ পাঠানো হয়েছিলো। অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com