কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলায় নতুন করে আরও ১২ টি গৃহহীন ও ভ‚মিহীন পরিবার পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতি দেওয়া পাকা বাড়ি। এই ১২ টি বাড়িসহ কয়েক ধাপে এখানে ১৭৯ টি গৃহহীন ও ভ‚মিহীন পরিবার পেয়েছেন সরকারিভাবে নির্মিত বাড়ি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জব্বার জানান, এখানে প্রথম ৭৭ টি, দ্বিতীয় ধাপে ৩০ টি, তৃতীয় ধাপে ৫৪ টি ও তৃতীয় ধাপের দ্বিতীয় পর্যায়ে ১২ টি বাড়ি নির্মাণ করা হয়। সংশ্লিষ্ট সুত্রমতে আগের উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতি দেওয়া গৃহহীন ও ভ‚মিহীনদের জন্য সরকারি জায়গা প্রভাবশালীদের কাছ থেকে দখল করাসহ বাড়ি নির্মাণে আন্তরিকভাবে চেষ্টা করায় এখানে গৃহহীনদের জন্য নির্মাণ করা বাড়িগুলো খুবই সুন্দর হয়েছে। বর্তমান উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা এখানে যোগদানের পর গৃহহীনদের জন্য বাড়ি নির্মাণে কোন প্রকারের যাতে অনিয়ম না হং তার জন্য তিনি সব-সময় তদারকি করেছেন। যারফলে শীতলাই এলাকায় নির্মিত গৃহহীনদের জন্য বাড়িগুলোও খুব সুন্দর হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে গৃহহীন ও ভ‚মিহীনদের বাড়ি প্রদান অনুষ্ঠানে বিষয়টি অবগত করতে গতকাল বুধবার উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা স্থানীয় সাংবাদিকদের কাছে প্রেসবিফিং করেছেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com