মুনসুর রহমান তানসেন, কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলায় সরকারি ভর্তুকি মুল্যে ধান কাটার জন্য কম্বাইন হারভেস্টার মেশিন ৩ টি ও ধান মাড়াইয়ের জন্য ২৪ টি থ্রেসার পাচ্ছে স্থানীয় কৃষকরা।
চলতি মৌসুমে বোরো ধান কাটা-মাড়াইয়ে যাতে চাষিরা কোন সমস্যায় না পড়েন তার জন্য বেশ কিছুদিন আগেই এই ২৭ টি মেশিনে সরকারিভাবে প্রায় অর্ধেক টাকা ভতুর্কি দেওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসার জান্নাতুল ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইতিমধ্যে ৩ টি কম্বাইন হারভেস্টার মেশিন ও ২টি থ্রেসার মেশিন প্রদান করা হয়েছে। যাদের নামে মেশিনগুলো অনুমোদন দেওয়া হয়েছে তারা যেকোন সময় বাঁকী ২২ টি মেশিন তুলতে পারবে। বেশ কয়েকটি কোম্পানীর নাম দেওয়া হয়েছে। চাষিরা ওই কোম্পানীগুলোতে থেকে তাদের মেশিনগুলো নিতে পারবে।
তথ্যমতে প্রতিটি হারভেস্টার মেশিনের দাম প্রায় সাড়ে ৩৩ লাখ টাকা। এই মেশিনগুলোতে সরকারি ভর্তুকি দেওয়া হচ্ছে ১৫ লাখ ৭৫ হাজার টাকা। এদিকে যারা থ্রেসার মেশিন নিবে তারাও প্রায় মেশিনের যা মুল্য তার প্রায় অর্ধেক টাকা সরকারিভাবে ভর্তুকি পাবেন। ইতিমধ্যে দুজন থ্রেসার মেশিন নিয়েছেন। তারা ৩ লাখ ৩০ হাজার টাকার মেশিন নিয়ে সরকারি ভর্তুকি পেয়েছেন ১ লাখ ২৫ হাজার।
তথ্যমতে মেশিনের মুল্য অনুপাতে অর্ধেক টাকাই সরকারিভাবে ভর্তুকি দেওয়া হচ্ছে।
Leave a Reply