কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার শিকড় গ্রামে একটি সরকারি জলাশ্বয় নিয়ে দুই পক্ষের দ্বন্দে দুই তরফা মারপিটের ঘটনায় বেশ কয়েকজন আহত হন।
এই ঘটনায় গতকাল সোমবার থানায় মামলা হলে পুলিশ তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠায়। গ্রেফতারকৃতরা হলেন শিকড় গ্রামের মোজাম্মেল হকের পুত্র মোঃ হারুন (৪০), ফরিদ উদ্দিন ফটোর পুত্র সুমন প্রাং (৩০), দুলাল প্রাং এর পুত্র সাইদুল প্রাং (১৯)।
কাহালু থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান জানান, গত ২৫ আগস্ট সরকারি একটি জলাশ্বয় নিয়ে শিকড় গ্রামে মারপিটের ঘটনা ঘটে। ছোটখাটো বিষয়ে কেউ যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে তার জন্য পুলিশের সজাগ দৃষ্টি রয়েছে।
Leave a Reply