কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ ন্যাশনাল এগ্রিকালচার টেকনিক্যাল প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগীদের মাঝে গতকাল বুধবার কাহালু উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে সরকারি ৭০% ভুতর্কির টাকায় ৫৬ টি গরু ও ৭ টি ছাগল প্রদান করা হয়েছে। মোট ৬৩ টি গরু-ছাগলে সরকারিভাবে ২৮ লাখ ৩৫ হাজার টাকা ভুতর্কি দেওয়া হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অফিসের আওতায় ৯ টি সমিতির সুবিধাভোগীরা শতকরা মাত্র ৩০% টাকায় এই গরু-ছাগল পেলেন। গরু-ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ লালু, মোছাঃ রওশন আরা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তফা কামাল।
Leave a Reply