কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ আজ শুক্রবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা দেহর এলাকায় সরিষা ক্ষেতের মধ্য থেকে পুলিশ শাহাদত হোসেন মিলন (৫০) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। শাহাদত বগুড়া সদর উপজেলার ফুলতলার মৃত আবুল হোসেনের পুত্র।
কাহালু থানা পুলিশ জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পারি শাহাদত তার দ্বিতীয় স্ত্রীর পিতা দেহর গ্রামের আঃ রশিদের বাড়িতে বসবাস করতেন। তার শরীরে নানা রোগ-ব্যাধি বাসা বাধে। বৃহস্পতিবার তিনি স্থানীয়দের কাছে অস্বাভাবিকভাবে মাফ চেয়ে বেড়ান। তিনি বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরদিন বেলা ১২ টার দিকে স্থানীয় লোকজন একটি সরিষা ক্ষেতে তার লাশ দেখে আমাদেরকে খবর দিলে আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। যেখানে লাশ পাওয়া গেছে সেখানে তার পড়নের কাপড়-চোপড় ছড়িয়ে ছিটিয়ে ছিল। মৃত্যুর পূর্বে সেখানে পায়খানা ও বমি করেছে বলে আমাদের ধারণা হয়েছে।
কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা জানান, প্রাথমিকভাবে এঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। তার শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।
Leave a Reply