কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলায় সর্বজনীন পেনশন স্কিমে সর্বোচ্চ সংখ্যক রেজিষ্ট্রেশন করার জন্য জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, উদ্যোক্তা ও উপজেলা নির্বাহী আফিসার এঁর কার্যালয়ের কর্মকর্তাদের সম্মাননা স্বারক প্রদান করা হয়।
গত বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে এই সম্মাননা স্বারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রথম তিনজন উদ্যোক্তাকে আর্থিক প্রনোদনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
শেষ বয়সে আর্থিক সচ্ছলতা ও নিরাপত্তার জন্য সবাইকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসার জন্য পুনরায় আহবান জানান, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজ।
Leave a Reply