1. sonatalasangbad@gmail.com : সোনাতলা সংবাদ :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনাতলার বালুয়া ইউনিয়নের ভিডাব্লিউবি কর্মসূচীর চাল বিতরণ বগুড়া-১ আসনে নতুন তালিকায় খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা ১২৫টি সোনাতলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জামায়াত নেতা শাহাবুদ্দীনের মতবিনিময় সোনাতলায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শান্তি ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি প্রদান সোনাতলায় রাস্তার মাঝখান থেকে অপসারণ করা হলো বৈদ্যুতিক খুঁটি সোনাতলায় পুলিশের হাতে হেরোইনসহ কিশোর আটক বগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই কর্তৃক ছষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষিত সারিয়াকান্দিতে আলোচিত শাহিনূর হত্যা মামলার আসামি গ্রেফতার কাহালুতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক ব্যাক্তির আত্মহত্যা সোনাতলায় তুচ্ছ ঘটনায় হোটেল মালিক অতুলের কান কর্তন

কাহালুতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চনাটকের জন্য নেই কোন অডিটোরিয়াম হল এবং মঞ্চ

  • রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৭৩

মুনসুর রহমান তানসেন কাহালু থেকেঃ প্রাচীন পুন্ড্রনগরী বগুড়া জেলার অন্যতম রয়েছে প্রাচীন সভ্যতার বহ নিদর্শন। আরও রয়েছে মহান মুক্তিযুদ্ধের বিজয়গাঁথা গল্প। পাইকড় ইউনিয়নের আড়োলা, যোগীরভবনে রয়েছে রাজবাড়িড়র ধ্বংসাবশেষ, প্রাচীন যগীঋষীর বিদ্যাপিঠ, মন্দির ও আশ্রম।
পাইকড় ইউনিয়নের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিঁটিয়ে রয়েছে পুরাকৃর্তির আরও বহু নিদর্শন। মুরইলে রয়েছে আঃ রফ চৌধুরীর জমিদার বাড়ি ও কাহালু পৌর সদরের বাবুরবাড়ি রয়েছে কালীপদ মজুমদর জমিদার বাড়ির ধ্বংসাবশেষ। এছাড়াও উপজেলায় ইসলাম প্রচারে আসা বেশ কয়েকজন পীরের মাজার রয়েছে এই জনপদে।
এই জনপদের ইতিহাস-ঐতিহ্য ও প্রাচীন সভ্যতার ঘটনাবলী তুলে ধরবার মত অন্যতম মাধ্যম সাংস্কৃতিক চর্চা ও নাট্যচর্চা। এই জনপদে ঐতিহ্যবাহী কাহালু থিয়েটার, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও বাউল শিল্পীরা এই জনপদের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার জন্য দীর্ঘদিন যাবত নিজ এলাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে সুনামের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়ণ করে আসছে। হাজার বছরের বাঙালির সংস্কৃতি বুকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় মানুষক উদ্বুদ্ধ করতে এই জনপদের নাট্যকর্মী ও শিল্পীরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
অথচ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়ণের জন্য এই জনপদে নেই কোন অডিটোরিয়াম হল ও ভালো মঞ্চ। উপজেলা প্রশাসনের একটি অডিটোরিয়াম হল ছিলো সেই হলে দীর্ঘ কয়েক বছর ধরে কাহালু থিয়েটার ও অন্যান্য সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক চর্চা ও ভালো ভালো নাটক মঞ্চায়ণ করেছে। উপজেলা প্রশাসনের এই হলটি পরিত্যাক্ত হওয়ার পর সেটি প্রায় ২ বছর আগে ভেঙ্গে ফেলা হয়। উপজেলা প্রশাসন কার্যালয় সুত্রে জানা গেছে হলটি ভাঙ্গার পরপরই স্থানীয় প্রশাসন সেখানে শিল্পকলা একাডেমি ও ভালো অডিটোরিয়াম হল নির্মাণের জন্য প্রস্তাব পাঠিয়ে দেন সংশ্লিষ্ট দপ্তরে।
প্রস্তাবনা পাঠিয়ে দেওয়ার পরেও এখন পর্যন্ত শিল্পকলা একাডেমি ও ভালো অডিটোরিয়াম হল নির্মাণের বিষয়ে কোন সিদ্ধান্ত আসেনি এখানে। কাহালু থিয়েটার এখানে দুই বাংলার নাট্যোৎসবসহ বড় বড় নাট্যোৎসবের আয়োজন করেছে। স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলোও ভালো ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে। যখন এখানে অডিটোরিয়াম হল ছিলো তখন পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি নাটকের দল ও দেশের বিভিন্ন জেলার নাটকের দল এখানে অনেক ভালো ভালো নাটক মঞ্চায়ণ করেছে। অথচ শুধূ অডিটোরিয়াম হল ও ভালো মঞ্চের অভাবে এখানে মঞ্চনাটক করা কোনভাবেই সম্ভম হচ্ছেনা।
অনেকে মনে করছেন সাংস্কৃতিক চর্চার জন্য ও ভালো নাটক মঞ্চায়ণের জন্য আধুনিক অডিটোরিয়াম হল এবং মঞ্চ নির্মাণ করা না হলে ধীরে ধীরে ভাটা পড়বে নাট্য মঞ্চায়ণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। নাট্যচর্চা ও সাংস্কৃতিক চর্চায় ভাটা পড়লে এই জনপদে বিপদগামী হবে তরুণ সমাজ। উত্থান হবে দেশ বিরোধী ধর্মান্ধ অপশক্তির।
স্থানীয় নাট্যকর্মী ও সাংস্কৃতিক কর্মীদের দাবী উপজেলা প্রশাসনের পরিত্যাক্ত ভেঙ্গে ফেলা অডিটোরিয়াম হলের জায়গায় দ্রæত নির্মাণ করা হোক শিল্পকলা একাডেমি ও মঞ্চনাটকের জন্য আধুনিক অডিটোয়িাম হল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজে সর্বশেষ

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট