কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়–য়া বগুড়ার কাহালু উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংগঠন সাওমীর উদ্যোগে গতকাল রোববার ঈদ পূণর্মিলনী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিলো বর্ণাঢ্য র্যালী, কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা, সম্মাননা স্বারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কাহালু মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাওমীর সভাপতি মোঃ মিনহাজ্ব আবেদীন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য-শিক্ষা অধিদপ্তর (ডেন্টাল) এর পরিচালক ডাঃ মোশারফ হোসেন খন্দকার। প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ ওহেদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি কমিশনার (ট্রাক্স) মোকারাম হোসেন, কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। এছাড়াও অনুষ্ঠান উপস্থিত ছিলেন কাহালুর কৃতি সন্তানদের মধ্যে সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চ পদে থাকা কর্মকর্তা বৃন্দ ও সাওমীর সদস্য বৃন্দ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com